লিঙ্গের অবস্থা ২ প্রকার। যথাঃ
* স্বাভাবিক অবস্থা।
* উত্তেজিত অবস্থা।
স্বাভাবিক অবস্থা নিয়ে কিছু কথাঃ
ক) স্বাভাবিক অবস্থায় লিঙ্গ কুচিমুচি হয়ে থাকে, এটা সমস্যা?
উত্তরঃ না, এটা সমস্যা না। বরং এটাই লিঙ্গের ধরন যে স্বাভাবিক অবস্থায় কুচিমুচি দিয়ে থাকবে।।
খ) স্বাভাবিক অবস্থায় লিঙ্গ হাফ ইঞ্চি থাকে, এটা সমস্যা?
উত্তরঃ না, এটা সমস্যা না।
গ) স্বাভাবিক অবস্থায় লিঙ্গ ছোট বাচ্চাদের মত দেখায়, এটা সমস্যা??
উত্তরঃ না, সমস্যা না। যদি উত্তেজিত অবস্থায় ৩ ইঞ্চি থেকে সাড়ে ৩ ইঞ্চি হয় তাহলেই হলো। স্বাভাবিক অবস্থায় লিঙ্গ ছোট না থাকলে স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন না। আল্লাহর প্রতিটি পদক্ষেপ খুব সুন্দর করে সিস্টেমিক ভাবে তৈরি। সুবহানাল্লাহ।
ঘ) স্বাভাবিক অবস্থায় লিঙ্গ এক ইঞ্চির মত হয়, এটা সমস্যা?
উত্তরঃ না, সমস্যা না।
ঙ) স্বাভাবিক অবস্থায় লিঙ্গের রগ ভেসে থাকে, এটা সমস্যা??
উত্তরঃ না, সমস্যা না। রগ ভাসা কোন সমস্যা না সেটা স্বাভাবিক অবস্থা হোক আর উত্তেজিত অবস্থায় থাকুক।। অনেকে ভয় দেখিয়ে টাকা পয়সা হাতাতে পারে। সতর্ক হোন।
চ) স্বাভাবিক অবস্থায় লিঙ্গের ভীতরে কুটকুট করে, এটা সমস্যা?
উত্তরঃ এগুলো হয় বিচানার সাথে ঘষাঘষি করলে, পর্নোগ্রাফি দেখলে, হস্তমৈথুন করলে, খারাপ চিন্তা করলে আর ভালো ভাবে প্রশ্রাব না করলে।। যাদের এমন হয় তারা নিজ চরিত্র ঠিক করে পর্যাপ্ত পানি পান করুন, সম্ভব হলে ডাবের পানি পান করুন, তা না হলে চিনি ছাড়া পরিমান মত লেবুর রস সহ পানি পান করুন প্রতিদিন। দেখবেন ঠিক হয়ে যাবে। আহ্লাদ দেখিয়ে ডাক্তারের নিকট যাওয়া লাগবে না।। আর ঐ খারাপ অভ্যাস গুলো ত্যাগ করুন।।
ছ) স্বাভাবিক অবস্থায় লিঙ্গ মলিন, কুৎসিত দেখায়, সমস্যা?
উত্তরঃ সমস্যা না।
জ) স্বাভাবিক অবস্থায় লিঙ্গ ছোট দেখায় কেন?
উত্তরঃ স্বাভাবিক অবস্থায় লিঙ্গ ছোট না হলে মূত্র বিসর্জন দেওয়া (প্রশ্রাব করা) কষ্টকর হবে। লিঙ্গ দাড়ানো/ শক্ত/ উত্তেজিত থাকলে প্রশ্রাব করতে পারবেন না, মানুষের সামনে যেতে পারবেন না, কাজ করতে পারবেন না, ঘুম আসবেনা, পড়াশোনায় মনোযোগ থাকবে না আরও অনেক সমস্যা। আল্লাহ এজন্যই এমন করে তৈরি করেছে।।
উত্তেজিত অবস্থাঃ-
ক) উত্তেজিত অবস্থায় লিঙ্গ ছোট দেখায়, সমস্যা?
উত্তরঃ উত্তেজিত অবস্থায় ৩ ইঞ্চি থেকে সারে ৩ ইঞ্চি হলেই হয়। আসলে তৃপ্তি দিতে হলে সাইজ সমস্যা না। আসল কাজ হলো দীর্ঘ সময় বীর্য ধরে রেখে সহবাস করা।
খ) উত্তেজিত অবস্থায় লিঙের আগা মোটা গুড়ি চিকন, এটা সমস্যা?
উত্তরঃ না, সমস্যা না। এটা প্রকৃতিক। টেনশন না করলেও চলবে।। আগা মোটা, গুড়ি চিকন থাকলেও সহবাসে তৃপ্তি দেওয়া সম্ভব। এগুলোর কার্যকর কোন চিকিৎসা নেই। ১০০% মানুষের এমন থাকে যা নরমাল, এটা কোন সমস্যা বলা হয় না। যেহেতু সমস্যা না তাহলে চিকিৎসা কোথা থেকে আসবে?? ভন্ডদের কথায় কান দিয়ে নিজের ও লিঙ্গের অবস্থা আরও খারাপ করবেন না।
গ) উত্তেজিত অবস্থায় ডানে/ বামে বাঁকা থাকলে কোন সমস্যা?
উত্তরঃ না। সমস্যা না।
ঘ) উত্তেজনার পর কাম রস বের হয়, এটা সমস্যা?
উত্তরঃ না, সমস্যা না। এটা অতি সাধারণ বিষয়। কারও কম, কারও বেশি বের হয়। তবে যারা হস্তমৈথুন, বিচানার সাথে ঘষাঘষি করে তাদের বেশি বের হয়।। এগুলো বন্ধ করুন, নিজের চরিত্র সংশোধন করুন। দেখবেন অনেক কমে গেছে। কাম রস বের হওয়া বন্ধ করা কোন ভাবেই সম্ভব না।
ঙ) উত্তেজিত অবস্থায় থাকলে হস্তমৈথুন করতে মন চাই, সমস্যা?
উত্তরঃ এত মন চাওয়া ভালো না। আর হস্তমৈথুন করে সমস্যা তৈরি করলে কপালে খারাপি আছে। তাই উত্তেজিত হতে হয় এমন বিষয় গুলো বাদ দিয়ে চলুন। ভুল করেও হস্তমৈথুন করবেন না। এটা অভ্যাসে পরিণত হলে সহজে ত্যাগ করতে পারবেন না। যার অভ্যাসে পরিণত হয়ছে সেই বুঝতেছে ত্যাগ করা কতটা কঠিন। আর হস্তমৈথুন করলে যে সকল জটিল ও কঠিন সমস্যা গুলো তৈরি হবে তা সহজে, দ্রুত আরোগ্য/ সুস্থ হবে এমনটাও না।। অনেকের সহজে ভালো হয়, অনেকের সময় লাগে। তাই অগ্রিম সচেতনাই পারে সুস্থ সুন্দর, সুখি পরিবার গঠনে সহায়তা করতে।।
লিঙ্গের কাজ ৩ প্রকার। যেমনঃ-
১. জন্মের পর ছেলে বা মেয়ে আলাদা করে পরিচিত করা।
২. শরীর থেকে বিষ প্রশ্রাবের সাথে বের করা বা মূত্র বিসর্জন দেওয়া।
৩. সহবাস করা ও বংশ বৃদ্ধি করা।।
এছাড়া আমার নিকট আর কোন কাজ ধরা পরেনি।।
লিঙ্গ কালো, সুন্দর করবো কেমনে?
উত্তরঃ এটা জন্মগত। তাই কার্যকর উপায় নেই। হয়তবা বাজারে নানা রকম ক্রীম থাকতে পারে আসলে এ গুলো কতটা কার্যকর ও স্থায়ী তা জানা নেই। গোপনাঙ্গ দেখানোর জন্য না, তাই কালো থাকলেই কি আর সুন্দর থাকলেই কি? গোপনাঙ্গ ঢেকে রাখার জন্যই দামি দামি কাপড়চোপড় ব্যবহার করে মানুষ হাজার টাকা খরচ করে। তাছাড়া সহবাসে কালো সুন্দর কোন পার্থক্য করে না। এমন কি সহবাসের সময় রুমের লাইট বন্ধই থাকে। তাহলে বলুন লিঙ্গ কালো বলে কেন অযথা মন খারাপ করতে হয়?? নিজেকে সময় দেন, পরিবারকে সময় দেন, নিজের কাজে মনোযোগ দেন, পরিবারের কাজে হাত লাগান দেখবেন আজাইরা টেনশন করার সময় পাবেন না। বেকার থাকলেই আজাইরা টেনশন বেশি হয়।
লিঙ্গ বড়, মোটা, লম্বা করা যায় কেমনে?
উত্তরঃ কোন উপায় নেই। যতই গ্যারান্টি যুক্ত মলম, মালিশ, তৈল, জেল, শরিষার তৈল, অলিভ ওয়েল ব্যবহার করুন ১ চুল পরিমান আকৃতির কোন পরিবর্তন হবে না।। বরং এসকল অবৈজ্ঞানিক ভেজাল ব্যবহারে হস্তমৈথুনের পরিমান বৃদ্ধি করে, লিঙ্গের ক্ষতি করে এমন কি ইনফেকশনের সম্ভবনা থাকে। তাই সবাধান। লিঙ্গের সাইজ নির্ভর করে বয়স, বংশগত, শারীরিক গঠন ও জলবায়ুর উপর।। লিঙ্গ ঘষামাজার অঙ্গ না।
সোর্সঃ গুগল
