অতিরিক্ত হস্তমৈথুনের ফলে যা যা ঘটতে পারে।

@Admin
1


 


১. হস্তমৈথুনের ফলে লিঙ্গের কোষ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়।

২.যৌন চাহিদা কমে যায়।
৩. দ্রুত বীর্যপাতের ঘটনা দেখা যায়।
৪. মেধাশক্তি কমে যায়।
৫. বীর্যের মান নষ্ট হয়।
৬. বীর্যে শুকরানো কমে যায়।
৭. অল্প উত্তেজনায় কাম রস বের হয়।
৮.সহবাস করার মত লিঙ্গ শক্ত হয় না।
৯.বয়সের সাথে লিঙ্গ বৃদ্ধি হয় না। অনেকে বলে হস্তমৈথুন করলে লিঙ্গ ছোট হয়ে গেছে। আসলে বিষয়টা এমন না। প্রকৃত বিষয় হলো হস্তমৈথুনের ফলে বয়স অনুপাতে লিঙ্গ বৃদ্ধি হয় না যার ফলে মনে হয় লিঙ্গ ছোট হয়ে গেছে।
১০. হস্তমৈথুনের ফলে ইলাস্টিক টিস্যু দূর্বল হয়ে যায় যার ফলে অন্ডকোষ ঝুলে যায়।
(অন্ডকোষ ঝুলে যাওয়া রোধ করার হোমিওপ্যাথি ওষুধ সহ পোস্ট আছে পড়ে নিন হাতে সময় থাকলে বা জানার আগ্রহ থাকলে। কপি করে দেওয়ার কথা ভুলেও বলবেন না)
১১. হস্তমৈথুনের ফলে স্বাস্থ্যহানী দেখা যায়।
১২. হস্তমৈথুনের ফলে খাবারে অরুচি, ক্ষুধাহীনতা দেখা দেয়।
১৩. হস্তমৈথুনের ফলে ইনসমনিয়া (অনিদ্রা) দেখা দেয়।
১৪. হস্তমৈথুনের ফলে শরীরে নানা জায়গায় ব্যথা অনুভব হয়।
১৫. হস্তমৈথুনের ফলে পেনিশে ভেরিকলিস (লিঙ্গে রগ ভাসা) দেখা দেয়। যদিও এটা মারাত্নক সমস্যা না যদি পেনিশে ব্যথা না থাকে।
১৬.হস্তমৈথুনের ফলে অন্ডকোষে চিনচিনে বা টাটানি ব্যথা অনুভব হয় এমনকি থল পেঠেও।
১৭. হস্তমৈথুনের ফলে কাজের প্রতি মনোযোগ কমে যায়।
১৮. ছাত্র ছাত্রীদের পড়া লেখায় ক্ষতিগ্রস্ত হয়।
১৯. হস্তমৈথুনের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
২০. হস্তমৈথুনের ফলে শরীর কম্পন বা কাপা দেখা যায়।
হস্তমৈথুনের ফলে মানসিক সমস্যা
১. নিজেকে অপরাধী মনে হয় হয়।
২. মনোযোগ হ্রাস পায়।
৩. কোন কিছুই ভালো লাগে না।
৪. আমেরিকান গবেষণায় দেখা গেছে সাইকো (পাগল) হওয়ার সম্ভবনা অনেক।
৫. বাস্তব সেক্সের প্রতি চাহিদা কমে যায়। ফলে সংসারে অশান্তি লেগেই থাকে।
৬. বিবাহের প্রতি কোন চাহিদা থাকে না।
৭. ভুলে যাওয়ার প্রভনতা দেখা যায়।
৮. মানসিক অবসাদ ও ক্লান্তি দেখা যায়।
১০. ভালো মন্দ বুঝার ক্ষমতা থাকে না।
১০. দৃষ্টি শক্তি কমে যায়।
১১. নিজেকে দূর্বল বা রোগি মনে হয়। অথচ ডাক্তররা পরিক্ষা করে কোন রোগ নির্ণয় করতে সক্ষম হয় না।
#হস্তমৈথুন নিয়ে কিছু ভ্রান্ত ধারনা যা অনেকে পোষন করছেন তা হলোঃ
অনেকে হস্তমৈথুন করে সপ্নদোষ থেকে বাঁচার জন্য। যা ক্ষতির উপর মহা ক্ষতি।
অনেকে মনে করে হস্তমৈথুন না করলে লিঙ্গ ছোট হয়ে হয়ে যায়। বরং হস্তমৈথুন করলে লিঙ্গ ছোট হয়ে যায়।


সোর্সঃ গুগল

একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন